গর্ভাবস্থায় আকাশ ভ্রমনের ক্ষেত্রে নিচের বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখুন:
১. হাত,পা বা মুখ ফুলে গেলে, রক্তস্রাব, পেট ব্যথা বা জ্বর দেখা দিলে আকাশ ভ্রমনের পূর্বে অবশ্যই্ ডাক্তারের পরামর্শ নিন।
২. দীর্ঘ বিরতিহীন আকাশ ভ্রমন থেকে বিরত থাকুন।
৩. ভ্রমনের সময় বেশি বেশি পানি পান করুন।
৪. ঢিলেঢালা জামাকাপড় পরুন।
৫. সিট ব্লেট এমন ভাবে বাধুন যাতে আরামবোধ করেন।